স্থগিত সব পরীক্ষা দ্রুত গ্রহণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

স্থগিত সব পরীক্ষা দ্রুত গ্রহণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

স্থগিত সব পরীক্ষা দ্রুত গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। হল কিংবা ক্লাস কার্যক্রম চালু না হলেও শিক্ষা জীবন সফল করতে দ্রুত পরীক্ষা গ্রহনের দাবী জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। 

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাস্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস কবির এবং অর্থনীতি বিভাগের ইমরান হোসেন সহ অন্যান্যরা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, করোনার কারনে দির্ঘ ১১ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ। এতে সেশনজটের সৃস্টি হয়েছে। গত জানুয়ারী মাস থেকে বিশ^বিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হলেও গত ২৩ ফেব্রুয়ারী সরকারের নির্বাহী আদেশের কারনে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষা সম্পন্ন না হওয়ায় তারা বিসিএস সহ বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরীর আবেদন করতে পারছেন না। এতে তারা শিক্ষা জীবন থেকে পিছিয়ে পড়ছেন এবং সেশন জট সৃস্টি হয়েছে। 

তাই হল কিংবা ক্লাস কার্যক্রম শুরু না হলেও পরীক্ষা চলমান রাখার জন্য প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ সংশ্লিস্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম  জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনার আলোকে পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের দাবীর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।